ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

আদিতমারীতে দুই মাদক সেবীকে কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৬
আদিতমারীতে দুই মাদক সেবীকে কারাদণ্ড

লালমনিরহাট: লালমনিরহাট জেলার আদিতমারীতে দুই মাদক সেবীকে ৬ মাসের করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (পহেলা ফেব্রুয়ারি) দিনগত রাত সাড়ে ৯টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহুরুল ইসলাম এ রায় দেন।



সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন আদিতমারী ভেলাবাড়ি ইউনিয়নের শালমারা গ্রামের মৃত আব্দুস সোবহানের ছেলে হানিফ মিয়া (২৪) ও একই গ্রামের আব্দুল করিমের ছেলে মধু মিয়া (২৫)।

আদিতমারী থানার উপ-পরিদর্শক (এসআই) শাহীন আকতার বাংলানিউজকে জানান, রাতেই তাদের লালমনিরহাট কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ০২৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৬
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।