ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে ফেনসিডিলসহ তিন মাদক বিক্রতা আটক

ডিক্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৬
ঝিনাইদহে ফেনসিডিলসহ তিন মাদক বিক্রতা আটক

ঝিনাইদহ: ঝিনাইদহে ১৯৯ বোতল ফেনসিডিলসহ তিন মাদক বিক্রতাকে আটক করেছে র‌্যাব-৬।

সোমবার (পহেলা ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে চুয়াডাঙ্গা জেলার নয়মাইল এলাকার একটি ভুট্টা ক্ষেত থেকে তাদের আটক করা হয়।



আটক ব্যক্তিরা হলেন, চুয়াডাঙ্গা জেলার হাসনহাটি গ্রামের হযরত আলীর ছেলে আয়ুব হোসেন (৩৫), বুয়ালিয়া গ্রামের ছবের আলীর ছেলে সেলিম হোসেন (৩৮) ও গড়াইটুপি গ্রামের পট্টা মন্ডলের ছেলে শরিফুল ইসলাম (৩২)।

ঝিনাইদহ র‌্যাব-৬ এর ভারপ্রাপ্ত কমান্ডার এএসপি রমজান আলী  বাংলানিউজকে বলেন, আটক মাদক বিক্রেতাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার (০২ ফেব্রুয়ারি) আদালতে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ০৪৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৬
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।