ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

বেনাপোলে ৩৬ কেজি গাঁজা ও ফেনসিডিল জব্দ

স্টাফ করেসডন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৬
বেনাপোলে ৩৬ কেজি গাঁজা ও ফেনসিডিল জব্দ

বেনাপোল (যশোর): যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৯শ’ বোতল ভারতীয় ফেনসিডিল ও ৩৬ কেজি গাঁজা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। তবে এ সময় কোনো পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।



মঙ্গলবার (০২ ফেব্রুয়ারি) সকাল ৯টায় বেনাপোল সীমান্তের রঘুনাথপুর মাঠ থেকে এসব মাদকদ্রব্য জব্দ করা হয়।

বিজিবি জানায়, তাদের কাছে গোপন সংবাদ আসে পাচারকারীরা সীমান্ত পথে ভারত থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য নিয়ে এপারে আসছে। খবর পেয়ে তারা রাতভর সীমান্তে টহল জোরদার করে।

একপর্যায়ে সকাল ৯টার দিকে পাচারকারীরা মাদকদ্রব্য নিয়ে এপারে ঢোকার চেষ্টা করলে তাদের ধাওয়া করা হয়। এ সময় তারা মাথায় থাকা বস্তা ফেলে পালিয়ে যায়। পরে ওই বস্তার মধ্য থেকে ৩৬ কেজি গাঁজা ও ৯শ’ বোতল ফেনসিডিল পাওয়া যায়।

যশোর ২৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহাঙ্গীর হোসেন আটকের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।


বাংলাদেশ সময়: ১১৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।