ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

সদরঘাটে স্বেচ্ছাসেবক লীগ নেতা ছুরিকাঘাতে আহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৬
সদরঘাটে স্বেচ্ছাসেবক লীগ নেতা ছুরিকাঘাতে আহত

ঢাকা: র্দুবৃত্তদের ছুরিকাঘাতে আই এম নিরা (৪০) নামে স্বেচ্ছাসেবক লীগের এক নেতা আহত হয়েছেন। তার বাড়ি দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুরিয়া গ্রামে।



মঙ্গলবার (০২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় রাজধানীর সদরঘাটের তেলঘাট সংলগ্ন বুড়িগঙ্গা নদীতে একটি নৌক‍ার ভেতরে এ ঘটনা ঘটে।
 
নৌকাযোগে নদী পারাপারের সময় পাশ থেকে অন্য একটি নৌকা থেকে চার থেকে পাঁচজন যুবক এসে তাকে এলোপাথাড়ি ছুরি দিয়ে আঘাত করে। এসময় তার সঙ্গে থাকা ৩৪ হাজার টাকা নিয়ে পালিয়ে যায় র্দুবৃত্তরা।

পরে রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থল থেকে আহতের শ্যালক বাদশা তাকে উদ্ধার করে প্রথমে একটি স্থানীয় হাসপাতাল, পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসেন।

বাদশা বাংলানিউজকে বলেন, শত্রুতা নাকি ছিনতাইয়ের কারণে এ হামলা তা জানতে পারিনি।

তিনি জানান, নিরা ঢাকা জেলা দক্ষিণের স্বেচ্ছাসেবক লীগের নেতা।
 
ঢামেক পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাস বলেন, আহতাবস্থায় নিরাকে নিয়ে আসা হয়। তিনি এখন চিকিৎসাধীন।

বাংলাদেশ সময়: ১১৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৬
এজেডএস/‌এসজেএ/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।