ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে মুহতাসিম হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতার ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৬
ময়মনসিংহে মুহতাসিম হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতার ৩ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: ময়মনসিংহের শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজের শিক্ষার্থী মুহতাসিম বিল্লাহ শাকিল (১৮) হত্যাকাণ্ডের ঘটনায় সরাসরি জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (০১ ফেব্রুয়ারি) রাতে ময়মনসিংহ গফরগাঁওয়ের পাগলা থানার অন্তর্গত কিশোরগঞ্জের হোসেনপুর বর্ডার থেকে তাদের গ্রেফতার করে কোতোয়ালি মডেল থানা পুলিশ।



গ্রেফতাররা হলেন, সিফাত ইয়াছিন তুবা (১৮), আসাদুজ্জামান পিয়াস (১৯) ও জামিল হোসেন পিয়াস ওরফে এল পিয়াস (১৯)। তারা ময়মনসিংহ রয়েল মিডিয়া কলেজের শিক্ষার্থী।

মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) দুপুরে এক সংবাদ সম্মেলনে কোতোয়ালি মডেল থানার সহকারী পুলিশ সুপার আব্দুর রশিদ স্থানীয় সাংবাদিকদের বিষয়টি জানান।

তিনি জানান, গত বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বিকেলে মুহতাসিম তার বন্ধু-বান্ধবীদের নিয়ে আড্ডা দিচ্ছিলেন। এসময় রয়েল মিডিয়া কলেজের শিক্ষার্থী রিফাতসহ কয়েকজন তার বান্ধবীদের উত্ত্যক্ত করে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে মুহতাসিমের বন্ধুরা রিফাতকে মারধর করে।

মূলত এ ঘটনার জের ধরেই এল পিয়াসের নেতৃত্বে মুহতাসিমকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়।

এএসপি আব্দুর রশিদ আরও জানান, এল পিয়াসই মুহতাসিমের বুকের ডান পাশে ছুরিকাঘাত করে। তিনিসহ আরও ১৩ জন এ কিলিং মিশনে অংশ নেয়।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলামসহ অন্য পুলিশ কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৪১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৬
এএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।