ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে বাস-হিউম্যান হলার সংঘর্ষে আহত ২০

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৬
সিলেটে বাস-হিউম্যান হলার সংঘর্ষে আহত ২০

সিলেট: সিলেটে বাস ও হিউম্যান হলারের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১১ জনকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।



মঙ্গলবার (২ জানুয়ারি) বিকেল সোয়া ৫টার দিকে সিলেট-তামাবিল সড়কের মেজরটিলা চামেলীবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেটগামী একটি যাত্রীবাহী বাস ও বিপরীত দিক থেকে আসা একটি হিউম্যান হলারের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় যানবাহনের অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন।

শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন চৌধুরী বাংলানিউজকে বলেন, দুর্ঘটনায় গুরুতর আহত ১১ জনকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৬
এনইউ/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।