ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

শাহজালাল বিমানবন্দরের টার্মিনাল নির্মাণে আগ্রহী জাপান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৬
শাহজালাল বিমানবন্দরের টার্মিনাল নির্মাণে আগ্রহী জাপান ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণে আগ্রহ প্রকাশ করেছে জাপান সরকার।

মঙ্গলবার (০২ ফেব্রুয়ারি) দুপুরে বাংলাদেশে নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত মাসাতো ওয়াতাবাবে সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেননের সঙ্গে সাক্ষাৎকালে এ আগ্রহের কথা জানান।



রাষ্ট্রদূত জানান, তৃতীয় টর্মিনাল নির্মাণের জন্য ইতোমধ্যে জাপান একটি প্রস্তাব জমা দিয়েছেন। সাক্ষাৎকালে রাষ্ট্রদূত বিমান বন্দরের সার্বিক কার্যক্রমে গতি ও নিরাপত্তা বিষয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।

বিমানমন্ত্রী এ সময় ঢাকা-টোকিও বিমান চলাচলে গুরুত্বারোপ করে এ বিষয়ে প্রধানমন্ত্রীর আগ্রহের কথা তুলে ধরেন বলে বিমান মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
 
বাংলাদেশে আরও অধিক জাপানি পর্যটক আগমনের প্রত্যাশা ব্যক্ত করে মন্ত্রী বলেন, ২০১৫ সালের অক্টোবরে বাংলাদেশ বুদ্ধিস্ট সার্কিট সম্মেলন আয়োজন করেছে। বাংলাদেশ বৌদ্ধ ধর্মের প্রাচীন নিদর্শনসহ প্রায় ৫০০ স্থাপনা আছে, যা জাপানিদের আকৃষ্ট করতে পারে। এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

বিমানমন্ত্রী মেনন বাংলাদেশের পর্যটন খাতসহ বিভিন্ন সেক্টরে আরও অধিক জাপানি বিনিয়োগের আহ্বান জানান।

রাষ্ট্রদূত বলেন, জাপান বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী জাইকা (জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি) বাংলাদেশের যোগাযোগ, তথ্যপ্রযুক্তিসহ বহু সেক্টরে বিনিয়োগ করছে, পর্যটন শিল্পকেও তারা বিনিয়োগের ক্ষেত্র হিসেবে চিহ্নিত করেছে।

বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৬
এমআইএইচ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।