ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

পিতার আপন চাচাই খুনি শিশু আব্দুল্লাহর

কাজী নাজমুল হক ফয়সাল, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৬
পিতার আপন চাচাই খুনি শিশু আব্দুল্লাহর

ঢাকা: ঢাকার কেরানীগঞ্জে ৫ম শ্রেণি পড়ুয়া নাতি আব্দুল্লাহকে অপহরণ করে হত্যার দায়ে এখন চাচাতো দাদা মোতাহারকে খুঁজছে পুলিশ।

এ ঘটনায় ইতোমধ্যেই মেহেদী, খোরশেদ আলম ও অপর একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

তাদের মধ্যে মেহেদী শিশু আব্দুল্লাহর পিতার চাচাতো ভাই ও প্রধান অভিযুক্ত মোতাহারের পুত্র।

ঘটনার সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে সোমবার (১ ফেব্রুয়ারি) রাতে মোতাহারের ছেলে মেহেদী, খোরশেদ আলম ও অপর একজনকে আটক করে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ।

জিজ্ঞাসাবাদে তারা শিশুটির অপহরণের কথা স্বীকার করে তারা জানায় এ ঘটনার মূল পরিকল্পনাকারী মোতাহার। তারা তাকে সহযোগিতা করেন। হত্যার পর মোতাহারের বাড়ির পানির ট্যাংকির ভিতরে শিশু আব্দুল্লাহর লাশ লুকিয়ে রাখার বিষয়টিও স্বীকার করে তারা। শিশুটিকে যেদিন অপহরণ করা হয় সেদিনই তাকে হত্যা করা হয় বলেও স্বীকার করে তারা।

তাদের দেয়া তথ্যমতে মোতাহারের বাড়ির ট্যাংকি থেকে শিশু আব্দুল্লাহর অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। বর্তমানে মোতাহারসহ অন্যান্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ ও র‌্যাব।

এ ঘটনায় র‌্যাব-১০ এর কমান্ডিং অফিসার (সিও) জাহাঙ্গীর হোসেন মাতুব্বর বাংলানিউজকে জানান, শিশুটিকে উদ্ধারের জন্য আমরা অভিযান অব্যাহত রাখি। পরে আজ দুপুরে শিশুটির মরদেহ উদ্ধার হয়। যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের আইনে আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হবে।

শিশুটির বাবা বাদল হোসেন অশ্রুসিক্ত নয়নে আহাজারি করতে করতে বাংলানিউজকে বলেন, ‘আমার আপন চাচা আর চাচাতো ভাই এতো লোভী, এতা নিষ্ঠুর! তারা আমার ছোট্ট শিশুটিকে খুন করে পানির ট্যাংকির ভিতরে লুকায়ে রাখছে। আমি এই হত্যাকারীর বিচার চাই। হত্যার সঙ্গে জড়িত সকলের ফাঁসি চাই। ‘

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৬
এনএইচএফ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।