ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

ভাঙ্গায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৬
ভাঙ্গায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কালামৃধা ইউনিয়নের ভাসরা গ্রামে আমেনা বেগম (২২) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (০২ ফেব্রুয়ারি) সকালে নিজ ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় আমেনা বেগমের মরদেহ উদ্ধার করা হয়।



নিহত আমেনা বেগম ফরিদপুর ভাসরা গ্রামের সাইদুল ফকিরের স্ত্রী।

ভাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নাসিরউদ্দিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন,  সকালে নিজ ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় আমেনা বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ।

পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয় বলেও জানান এসআই নাসির।

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৬
আরকেবি/ওএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।