ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

অবরোধের আগুনে নিহত ইমরানের পরিবারকে সহয়তা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৬
অবরোধের আগুনে নিহত ইমরানের পরিবারকে সহয়তা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফরিদপুর: বিএনপি-জামায়াত জোটের অবরোধে পেট্রোল বোমার আগুনে পুড়ে নিহত ট্রাকচালক ইমরান মোল্লার পরিবারের সদস্যদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ১০ লাখ টাকা অনুদান দেওয়া হয়েছে। তার বাড়ি ফরিদপুরের মধুখালী উপজেলার রাজধরপুর গড়িয়াদহ গ্রামে।



মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) দুপুরে মধুখালী উপজেলা পরিষদ মিলনায়তনে ইমরানের স্বজনদের হাতে অনুদানের চেক তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুৎফুন নাহার।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আজিজুর রহমান মোল্লা, ভাইস চেয়ারম্যান হাজি গোলাম মুনসুর, মহিলা ভাইস চেয়ারম্যান আসমা খাতুন ও মধুখালী পৌরসভার মেয়র খন্দকার মোরশেদ রহমান লিমন।

অনুদানপ্রাপ্তরা হলেন নিহত ট্রাকচালক ইমরানের বাবা মো. সিরাজ মোল্লা দুই লাখ টাকা, ইমরান মোল্লার দুই স্ত্রী লাবলী বেগম ও সালমা বেগম তিন লাখ টাকা করে ছয় লাখ টাকা এবং নিহত ইমরান মোল্লার ছেলে লামিম মোল্লা ও মেয়ে ইয়াসমিন আক্তার এক লাখ টাকা করে দুই লাখ টাকা।

বিএনপি-জামায়াত জোটের অবরোধ চলাকালে গত বছরের ২১ মার্চ মাগুরা জেলায় ট্রাকে পেট্রোলবোমা নিক্ষেপ করা হলে মারাত্মকভাবে দগ্ধ হন ইমরান। ১০ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে ১ এপ্রিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৩৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৫
আরকেবি/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।