ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

কক্সবাজারকে পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তুলছে সরকার

স্টাফ করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৬
কক্সবাজারকে পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তুলছে সরকার ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কক্সবাজার: কক্সবাজারকে একটি উন্নত ও পরিপূর্ণ পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে বর্তমান সরকারের বিশেষ নজর রয়েছে। তাই সরকার পরিকল্পিতভাবে কক্সবাজারে একের পর এক উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছে।

গত দুই বছরে কক্সবাজারে ২৫টি মেগা উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছে। যেগুলো বর্তমানে আলোর পথে রয়েছে।

মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত বর্তমান সরকারের দুই বছরে কক্সবাজারে ‘সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে’ এক প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক মো. আলী হোসেন এসব তথ্য জানান।

এসময় তিনি বলেন, কক্সবাজারে সরকারের বাস্তবায়িতব্য মেগা উন্নয়ন প্রকল্পের মধ্যে মহেশখালীতে বাস্তবায়ন হচ্ছে কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেডের ‘মাতারবাড়ি তাপভিত্তিক কয়লাবিদ্যুৎ কেন্দ্র’ প্রকল্প, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের এলএনজি ও কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র, মাতারবাড়িতে ৭০০ মেগাওয়াট আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কোল ফায়ার্ড নতুন বিদ্যুৎ প্রকল্প, ইজিসিবি লিমিটেড কর্তৃক ১২০০ মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প, মহেশখালী-আনোয়ারা গ্যাস সঞ্চালন পাইপ লাইন প্রকল্প, ধলঘাটা মৌজায় ৬৭০ একর জায়গার ওপর অর্থনৈতিক জোন স্থাপন প্রকল্প, ইন্টলেশন অব সিঙ্গেল মুরিং (এসপিএম) প্রকল্প, কক্সবাজার ফ্রি ট্রেড জোন, মহেশখালী অর্থনৈতিক জোন-১, মহেশখালী অর্থনৈতিক জোন-২ ও মহেশখালী অর্থনৈতিক জোন-৩।

এছাড়া টেকনাফে বাস্তবায়িত হচ্ছে সাবরাং অর্থনৈতিক জোন ও জালিয়ারদ্বীপ অর্থনৈতিক জোন। কক্সবাজার বিমান বন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করণের কাজ এরই মধ্যে শুরু হয়ে গেছে।

এছাড়াও রয়েছে দোহাজারী থেকে রামু ঘুমধুম রেললাইন প্রকল্প, মেডিকেল কলেজ নির্মাণ, কক্সবাজার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, রামুতে দ্বিতীয় বিকেএসপি, সমুদ্র গবেষণা কেন্দ্র, ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস নির্মাণ, সেনাবাহিনীর ১০ পদাতিকের ব্রিগেড, মেরিন ড্রাইভ সড়ক নির্মাণ প্রকল্প, এশিয়ান হাইওয়ে সড়ক নির্মাণ, পেকুয়া-বদরখালী-মহেশখালীস্থ ইউনুচখালী-কোহেলিয়া নদীর পাড় হয়ে মাতারবাড়িতে সংযোগ সড়ক নির্মাণ, চকরিয়া উপজেলায় বদরখালী সড়কের বাটাখালী ব্রিজের ২ কিলোমিটার এপ্রোচে সড়ক নির্মাণ, খুরুশকুল-চৌফলদণ্ডী-ঈদগাঁও সড়কের চৌফলদণ্ডী ব্রিজ এপ্রোচ সড়ক নির্মাণ।

বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৬
টিটি/আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।