ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

কক্সবাজারে তিন ডাকাত আটক, ছুরি-মুখোশ উদ্ধার

স্টাফ করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৬
কক্সবাজারে তিন ডাকাত আটক, ছুরি-মুখোশ উদ্ধার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কক্সবাজার: ডাকাতির প্রস্তুতিকালে কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাঁহ ময়দানের সামনে থেকে তালিকাভুক্ত তিনজন ডাকাতকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে তিনটি লম্বা ছুরি ও দুইটি মুখোশ উদ্ধার করা হয়।



বুধবার ভোররাত সাড়ে ৩টার দিকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, শহরের সমিতি পাড়ার মৃত মাহবুবের ছেলে মো. তারেক (২০), মোজাহের পাড়ার মৃত আব্দুর শুক্কুরের ছেলে রুবেল (১৮) ও সদর উপজেলার কলেজ গেইটের জানার ঘোনার মৃত সোহেল রানা প্রকাশ ইলিয়াছের ছেলে সাগর হোসেন প্রকাশ সাজু (৩৩)।

পুলিশ সূত্র জানায়, আটক তিনজনই পুলিশের তালিকাভুক্ত ছিনতাই ও ডাকাত দলের সদস্য। এরা নিয়মিত ওই সড়কের আশেপাশের সড়কে মূর্তিমান আতংক।

কক্সবাজার সদর থানার ওসি (তদন্ত) বখতিয়ার উদ্দিন চৌধুরী বাংলানিউজকে জানান, আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১৩৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৬
টিটি/আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।