ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

সড়ক দুর্ঘটনায় ছাত্র নিহত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৬
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গী সাতাশ এলাকায় সড়ক দুর্টনায় মাহবুব হোসেন নামে এক মাদ্রাসার ছাত্র নিহতের ঘটনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে স্থানীয় শিক্ষার্থী ও বিক্ষুব্ধ জনতা।

বুধবার (০৩ ফেব্রুয়ারি) দুপুরে ১টার দিকে সড়ক অবরোধ করা হয়।

টঙ্গী থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল খায়ের বাংলানিউজকে এ তথ্য জানান।

এর আগে স্থানীয় তামিরুল মিল্লাত মাদ্রসার ছাত্র মাহবুব হোসেন সড়ক দুর্ঘটনায় নিহত হন। দুর্ঘটনার পরপরই মাদ্রাসার শিক্ষার্থী ও স্থানীয় বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে। এ সময় বেশ কিছু যানবাহনও ভাংচুর করা হয়েছে।

বেলা ২টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত মহাসড়কে অবরোধ চলছিলো। ঘটনাস্থলে পুলিশ গিয়ে সড়ক স্বাভাবিক করা চেষ্টা অব্যাহত রেখেছে।

বাংলাদেশ সময়: ১৪০৮ ঘন্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৬
টিআই/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।