ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

তিন দফা দাবিতে বগুড়ায় বাপসা’র মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৬
তিন দফা দাবিতে বগুড়ায় বাপসা’র মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: কেন্দ্রীয় কমিটি ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শরীয়তপুরে তিন দফা দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সেক্রেটারি সমিতি (বাপসা) বগুড়া জেলা শাখা।

বুধবার (০৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে শহরের সাতমাথায় এ মানববন্ধন করকর্মসূচি অনুষ্ঠিত হয়।



তিন দফা দাবির মধ্যে রয়েছে ইনিয়ন পরিষদ সচিবদের পদবী পরিবর্তন, ১০ম গ্রেড স্কেলের কর্মকর্তার মর্যাদা প্রদান, সরকারি কোষাগার থেকে শতভাগ বেতন ও সব সুবিধা প্রদান।

এসময় বাপসা বগুড়া জেলা শাখার সভাপতি শহিদুল ইসলাম শিমুল, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মমিন, সিনিয়র সহ-সভাপতি রাসেল খান, সহ-সভাপতি সিদ্দিকুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জানে আলম, বাপসা নেতা ইকবাল হোসেন, আব্দুল মতিন, এনামুল হক, রেজাউল করিম রেজা, আজাহারুল ইসলাম, মাহবুবর রহমান, জাহাঙ্গীর আলম প্রমুখ বক্তব্য রাখেন।

পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয় বাপসা নেতারা।

বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৬
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।