ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

মগবাজারে দেয়াল চাপায় শিশুর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৬
মগবাজারে দেয়াল চাপায় শিশুর মৃত্যু

ঢাকা: রাজধানীর মগবাজারের মীরবাগে দেয়াল চাপায় সাইম নামে তিন বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (৩ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে মীরবাগের শেষ মসজিদ এলাকার আবুল হোসেনের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।



দেয়াল চাপায় সাইম গুরুতর আহত হলে তাকে তৎক্ষণাৎ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুপুর ২টায় চিকিৎসকরা সাইমকে মৃত ঘোষণা করেন।

সে ফরিদপুরের সদরপুর থানার চর আড়িয়াল খাঁ গ্রামের আব্দুল মান্নানের ছেলে। তার মায়ের নাম শিরিন আক্তার। দুই ভাই ও তিন বোনের মধ্যে সাইম সবার ছোট।

আবদুল মান্নান বাংলানিউজকে জানান, তারা আবুল হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন। আজ তাদের পাশের একটি রুমের দেয়াল ভাঙার কাজ চলছিলো। এসময় দেয়ালটি ভেঙে সাইমের শরীরে ওপর পড়ে। এতে তার নাক-মুখ দিয়ে রক্ত ঝরতে থাকে। তৎক্ষণাৎ উদ্ধার করে ঢামেকে নিয়ে এলেও বাঁচানো যায়নি সাইমকে।

এদিকে, শিশু সাইমের মৃত্যুতে স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠছে ঢামেকের জরুরি বিভাগ মর্গের আশপাশ।

ছেলে হারিয়ে সাইমের বাবাও নির্বাক হয়ে পড়েছেন। মৃত ছেলেকে কোলে করে তিনি বলেন, আমি এই মৃত্যু মানি না। আমার ছেলে মারা যায়নি। আমার ছেলেকে অন্য হাসপাতালে চিকিৎসা করার সুযোগ দিন।

এসময় অনেকে সান্ত্বনা দিলেও বারবার কেঁদে উঠছিলেন মান্নান।

বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৬/আপডেট ১৪৪৩ ঘণ্টা
এজেডএস/আরএইচএস/এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।