ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

ঢাকা আর্ট সামিট শুরু ৫ ফেব্রুয়ারি

স্টাফ করেসপটেন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৬
ঢাকা আর্ট সামিট শুরু ৫ ফেব্রুয়ারি ছবি: রাজীব/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দক্ষিণ এশীয় আর্টের সবচেয়ে বড় প্রদর্শনী নিয়ে তৃতীয়বারে মতো  ‘ঢাকা আর্ট সামিট-২০১৬’ শুরু হচ্ছে আগামী ৫ ফেব্রুয়ারি। চার দিনব্যাপী এ প্রদর্শনী চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত।



বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ৬০০ আর্টিস্ট, কিউরেটর, লেখক, আর্ট প্রফেশনাল এবং কালেক্টর এতে অংশগ্রহণ করবেন। এর মধ্যে ৭০ জনের বেশি বাংলাদেশি রয়েছেন।

বুধবার (০৩ ফেব্রুয়ারি) রাজধানীর শিল্পকলার চিত্রশালায় সংবাদ সম্মেলন এসব কথা জানান সামদানী আর্ট ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ও কো-ফাউন্ডার নাদিয়া সামদানী।

তিনি বলেন, সামিটের উদ্বোধন করবেন অর্থমুন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এছাড়াও উপস্থিত থাকবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন।

নাদিয়া জানান, ঢাকা আর্ট সামিটে বিশ্বের নামকরা ৮০টিরও বেশি প্রতিষ্ঠানের সহযোগিতা থাকছে। যেসব প্রতিষ্ঠান সহযোগিতা করবে তাদের মধ্যে হার্ভার্ড ইউনিভার্সিটি, রকফেলার ফাউন্ডেশন, নরওয়েজিয়ান মিনিস্ট্রি অব ফরেন অ্যাফেয়ার্স, সুইস আর্টস কাউন্সিল অন্যতম।

এছাড়াও বিভিন্ন খ্যাতনামা আন্তর্জাতিক জাদুঘর টেইট মডার্ন, মেট্টোপলিটন মিউজিয়াম অব আর্ট নিউইয়র্ক, সলোমন আর গ্যুমেনহাইম, রুবিন মিউজিয়াম এবং কুন্সস্থালে জুরিখ তাদের কিউরেটরদের এবারের ঢাকা আর্ট সামিটে একটি আর্ট প্রোগ্রাম ডিজাইনে সহযোগিতার জন্য পাঠিয়েছে।
 
তিনি আরও বলেন, আমরা একটি দীর্ঘ পরিকল্পনা নিয়ে কাজ করছি। এবারের প্রদর্শনীতে বাংলাদেশের ১৩ জন শিল্পীর নিজস্ব আঁকা ছবি প্রদর্শিত হবে। তাদের মধ্য থেকে একজনকে সামদানী আর্ট অ্যাওয়ার্ড তুলে দেওয়া হবে।

প্রদর্শনীতে যেসব শিল্পীর ছবি প্রদর্শিত হবে তারা হলেন- আসিত মিত্র, আতিশ সাহা, ফারজানা আহমেদ উর্মি, গাজী নাফিস আহমেদ, পলাশ ভট্টাচার্য, রফিকুল শুভ, রাসেল চৌধুরী, রুপম রায়, সালমা আবেদীন প্রীতি, শামসুল আলম হেলাল, শিমুল সাহা, সুমন আহমেদ ও জিহান করিম।  

সবার জন্য উন্মুক্ত প্রর্দশনীটি প্রতিদিন সকাল ৯টা থেকে শুরু হয়ে চলবে রাত ১০টা পর্যন্ত। বাংলাদেশি স্থপতিদের বিশ্বের দরবারে পরিচিত করতে তাদের নিয়ে একটি প্রদর্শনীও থাকছে সামিটের আলাদা একটি কর্নারে। যেখানে বাংলাদেশের ১৭ জন স্থপতির করা বিভিন্ন ডিজাইন স্থান পাবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সামদানী আর্ট ফাউন্ডেশনের কো-ফাউন্ডার রাজিব সামদানী এবং গোল্ডেন হারভেস্ট এর চিফ অপারেটিং অফিসার জাকির ইবনে হাই।

বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৬
এমআইকে/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।