ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

মানুষ এখন অনলাইন মিডিয়া নির্ভর হচ্ছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৬
মানুষ এখন অনলাইন মিডিয়া নির্ভর হচ্ছে ছবি : বাংলানিউজটোয়েটিফোর.কম

পঞ্চগড়: ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, ডিজিটাল যুগে মানুষের সংবাদ পড়ার ধরন পাল্টাতে শুরু করেছে। মানুষ এখন বেশিরভাগই অনলাইন মিডিয়া নির্ভর হয়ে যাচ্ছে।



তিনি বলেন, তবে অনলাই মিডিয়াগুলোতে সম্পাদনা ব্যবস্থা থাকতে হবে। একটি গণমাধ্যমে সম্পাদনা ব্যবস্থা ছাড়া তা কখনোই পাঠকের কাছে গ্রহণযোগ্য হবে না।

বুধবার (০৩ জানুয়ারি) সকালে পঞ্চগড় সার্কিট হাউজে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, দেশে এখন সুষ্ঠু গণতান্ত্রিক চর্চা অব্যাহত রয়েছে। স্বাধীন তথ্য কমিশন গঠনের কারণে গণমাধ্যম এখন স্বাধীনভাবে কাজ করতে পারছে।

ঢাবি উপাচার্য বলেন, রাজধানী কেন্দ্রিক সাংবাদিকতার চেয়ে জেলা শহরে সাংবাদিকতা অনেক বেশি ঝূঁকিপূর্ণ। সেক্ষেত্রে মফস্বল সাংবাদিকদেরও ওয়েজবোর্ড অনুযায়ী সম্মানী দেওয়া উচিত।

তিনি আরো বলেন, আমাদের মতো দেশে একটি বিশ্ববিদ্যালয় কিংবা যেকোনো প্রতিষ্ঠান পরিচালনা করা চ্যালেঞ্জের ব্যাপার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি বিশ্ববিদ্যালয়কে অচল করা ও শিক্ষার স্বাভাবিক ব্যবস্থাকে ব্যাহত  করার ষড়যন্ত্র চলছে।

এ সময় পঞ্চগড়ের পুলিশ সুপার মো. গিয়াস উদ্দিন আহমদ, নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীন রেজাসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।