ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

১ বছরের মধ্যেই চালু হবে ঠাকুরগাঁও বিমান বন্দর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৬
১ বছরের মধ্যেই চালু হবে ঠাকুরগাঁও বিমান বন্দর ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঠাকুরগাঁও: এক বছরের মধ্যেই ঠাকুরগাঁও বিমানবন্দর চালু করা হবে বলে আশ্বাস দিয়েছেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন।

বুধবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ১টায় সদর উপজেলার শীবগঞ্জে অবস্থিত ঠাকুরগাঁও বিমানবন্দর পরিদর্শন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।



মন্ত্রী বলেন, আগামী ছয় মাসের মধ্যে এ বিমানবন্দরের কারিগরি ত্রুটিপূর্ণ কাজগুলো মেরামত করা হবে। প্রধানমন্ত্রী ঘোষিত ২০১৬ সাল পর্যটন বছরের মধ্যেই এ বন্দরটি চালু করা সম্ভব বলে জানান তিনি।

এ সময় মন্ত্রী ঠাকুরগাঁও-পঞ্চগড়ে পর্যটন এলাকা গড়ে তুলতে বে-সরকারি উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানান।

মন্ত্রী আরো বলেন, দুই বছর ধরে বাংলাদেশ বিমান লাভজনক অবস্থানে রয়েছে।

জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, রমেশ চন্দ্র সেন এমপি, ইয়াসিন আলী এমপি, পুলিশ সুপার ফারহাত আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক কুরাইশী।

পরে মন্ত্রী ঠাকুরগাঁও বিমানবন্দরের রানওয়ে ঘুরে দেখেন। ১৯৮৪ সালে এ বিমানবন্দরটি বন্ধ হয়ে যায়।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।