ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

বিলবোর্ড মুক্ত রাঙামাটির দাবিতে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৬
বিলবোর্ড মুক্ত রাঙামাটির দাবিতে মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাঙামাটি: বিলবোর্ড মুক্ত রাঙামাটির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০৩ ফেব্রুয়ারি) রাঙামাটি পৌরসভার সামনে পরিবেশ বিষয়ক সংগঠন পরিবেশ বৃক্ষণের উদ্যোগে এ মানববন্ধন এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।



মানববন্ধনে পরিবেশ বৃক্ষণের সভাপতি মিলিন্দ তঞ্চঙ্গ্যার সভাপতিত্বে বক্তব্য রাখেন, পরিবেশ বৃক্ষণের অন্যতম সমন্বয়ক সৈকত রঞ্জন চৌধুরী, পর্যটন বিষয়ক সংগঠন নব জাগরণ পর্ষদের সভাপতি মিশু দেসহ অন্যান্য নেতারা।

মানববন্ধনে পরিবেশ বৃক্ষণের সমন্বয়ক অভিজিৎ বড়ুয়ার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন পরিবেশ বৃক্ষণের সদস্য সচিব সুজন বড়ুয়া।

বক্তারা বলেন, পর্যটন নগরী রাঙামাটির মানুষের দীর্ঘদিনের দাবি হচ্ছে রাঙামাটিকে বিলবোর্ড মুক্ত রাখা। এই দাবিতে আগেও অনেকে মাঠে নেমেছে বর্তমানেও নামছে, প্রয়োজন হলে ভবিষ্যৎতেও নামবে। তবে কোনো কারণে রাঙামাটিতে বিলবোর্ড মানা যাবে না।

তারা আরো বলেন, আমরা মুক্ত মনে রাস্তায় দাঁড়িয়ে আকাশ দেখতে চাই। যেসব পর্যটক রাঙামাটি ভ্রমণ করতে আসে তারা শহরে ঢোকার পর থেকে রাস্তার পাশে এইসব বড় বড় বিলবোর্ড দেখে, রাঙামাটি সম্পর্কে প্রথমেই বিরূপ ধারণা পোষণ করে। সবুজ এই শহরে আমরা সবুজের চাষাবাদই চাই, কৃত্রিম বিলবোর্ড নয়। আমরা কখনো আকাশে বিজ্ঞাপন দেখতে চাই না। শহরজুরে চাই কৃষ্ণচূড়া, জারুল, শিমুল গাছের সমারোহ। বক্তারা মানববন্ধন থেকে রাঙামাটি পৌরসভার নতুন মেয়রকে পরিকল্পিত পর্যটন নগরী করার দাবিও জানান।

বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৬
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।