ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

যশোরে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৬
যশোরে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

যশোর: যশোরে একশ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।  

বুধবার (০৩ ফেব্রুয়ারি) দুপুরে শহরের বারান্দিপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

 
 
আটক মাদক ব্যবসায়ীরা হলেন- বারান্দিপাড়া এলাকার কোরবান আলী (২৫), শাহীন (২৪) ও জয় (১৯)।
 
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস আলী বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি মডেল থানা পুলিশ বারান্দিপাড়া শতদল স্কুল এলাকায় অভিযান চালিয়ে তিন জনকে আটক করে। এ সময় তাদের দেহ তল্লাশি করে একশ’ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।  
 
এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
 
বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৬     
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।