ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

পার্বতীপুরে বাস-পিকআপ ভ্যান সংঘর্ষে নিহত ১

স্টাফ ও উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৬
পার্বতীপুরে বাস-পিকআপ ভ্যান সংঘর্ষে নিহত ১

দিনাজপুর: দিনাজপুরের পার্বতীপুর উপজেলা শহরের হলদিবাড়ি ফিলিং স্টেশনের কাছে বাস, পিকআপ ভ্যান ও লরির সংঘর্ষে আব্দুল জব্বার (৫০) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো চারজন।



বুধবার (৩ ফেব্রুয়ারি) সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাছ ব্যবসায়ীর বাড়ি জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার পশ্চিম কঢ়ুকড়া আদর্শ গ্রামে।

আহতরা হলেন-পাঁচবিবি উপজেলার কড়িয়া গ্রামের শাহিদুল (৪০), ওয়াজমিয়া (৩৮), আবদুল গাফ্ফার ও মিখাইল আয়েনার্দি (৩২)। তাদের দিনাজপুর মেডিকেল কলেজ (দিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পার্বতীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বাংলানিউজকে জানান, সকালে পাঁচবিবি থেকে মাছ নিয়ে পিকআপ ভ্যানে করে পার্বতীপুর শহরে আসছিলেন পাঁচ মাছ ব্যবসায়ী। পথে হলদিবাড়ীর একটি ফিলিং স্টেশনের কাছে রেখা এন্টারপ্রাইজের একটি নাইটকোচ পেছন থেকে পিকআপ ভ্যানটিকে ধাক্কা দেয়। এসময় পিকআপ ভ্যানটির সঙ্গে পাশ দিয়ে যাওয়া তেলবাহী একটি লরির সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যানে থাকা পাঁচ মাছ ব্যবসায়ী আহত হন। এ অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে আবদুল জব্বারের মৃত্যু হয়।

আহত ওয়াজমিয়া বাংলানিউজকে জানান, তারা সবাই পাঁচবিবির আদর্শ গুচ্ছ গ্রাম সমবায় সমিতির সদস্য ও মাছ চাষি। আদর্শ গুচ্ছ গ্রাম এলাকার একটি পুকুর থেকে প্রায় ১০ মণ মাছ ধরে পার্বতীপুর শহরে মাছের আড়তে যাওয়ার পথে এ দুর্ঘটনার শিকার হন তারা।

বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।