ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

ভাঙ্গায় মোটরসাইকেল চোর আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৬
ভাঙ্গায় মোটরসাইকেল চোর আটক ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় তুলি হাসপাতালের সামনে থেকে মোটরসাইকেল চুরির সময় ওবায়দুর রহমান (২২) নামে এক চোরকে আটক করা হয়েছে।

বুধবার (০৩ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে স্থানীয়রা তাকে গণপিটুনি দিয়ে থানায় সোপর্দ করে।



ভাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) আশিকুজ্জামান জানান, তুলি হাসপাতালের সামনে থেকে একটি বাজাজ প্লাটিনাম মোটরসাইকেল নিয়ে পালানোর সময় মোটরসাইকেল মালিকের চিৎকারে স্থানীয়রা চোরকে আটক করে। পরে তাকে থানায় সোপর্দ করে স্থানীয়রা।

গত ২ বছরে ভাঙ্গা হাসপাতাল, থানা মসজিদ, বিশ্বরোড, মালিগ্রাম বাজার, ভাঙ্গা বাজারসহ আরও কিছু জায়গা থেকে প্রায় অর্ধশতাধিক মোটরসাইকেল চুরি হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো মোটরসাইকেল উদ্ধার করতে পারেনি পুলিশ।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৬
আরকেবি/ওএইচ/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।