ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

জিএসপি না হওয়া পর্যন্ত টিকফা কার্যকর হবে না

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৬
জিএসপি না হওয়া পর্যন্ত টিকফা কার্যকর হবে না

জাতীয় সংসদ ভবন থেকে: সব শর্ত পূরণের পরেও যুক্তরাষ্ট্রের কাছ থেকে জিএসপি সুবিধা ফিরে না পাওয়া পর্যন্ত টিকফা চুক্তি কার্যকর হবে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের ১৬টি শর্তের সবগুলোই পূরণ করেছি, আর  কী করবো?
 
বুধবার (০৩ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদে প্রশ্নোত্তরকালে সরকার দলীয় সদস্য এ কে এম শামীম ওসমানের সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।


 
প্রশ্নকর্তা জানতে চান জিএসপি ফিরে পেতে যুক্তরাষ্ট্র যেসব শর্ত দিয়েছিল, সেগুলো পূরণ হয়েছে কি না? যদি হয়ে থাকে তাহলে সেই সুবিধা ফিরে পাওয়া যাচ্ছে না কেন? এটি কোনো রাজনৈতিক কারণ কি না?
 
জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, রানাপ্লাজা ধসের পর যুক্তরাষ্ট্র হঠাৎ করে জিএসপি সুবিধা বন্ধ করে দেয়। তারা আমাদের শ্রমমান নিয়ে যে প্রশ্ন তোলে বা ১৬টি শর্ত আরোপ করে, তার সবগুলোই তৈরি পোশাক নিয়ে, কিন্তু তৈরি পোশাক প্রবেশের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র আমাদের কোনো সুবিধা দেয় না। আমরা ১৬টি শর্ত সম্পূর্ণভাবে পূরণ করেছি, এটা তারাও স্বীকার করে, আর শুধু বলে অনেক উন্নয়ন হয়েছে, আরও উন্নয়ন হওয়া প্রয়োজন।

তোফায়েল আহমেদ আরও বলেন, আমরা যা যা করার করেছি, আর কী করবো? শর্ত পূরণের পরেও যদি আমরা জিএসপি সুবিধা না পাই, তাহলে সেটা রাজনৈতিক কারণ ছাড়া আর কী হতে পারে?
 
বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৬
এসএম/এসকে/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।