ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

পুঠিয়ায় ট্রাক ও ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৬
পুঠিয়ায় ট্রাক ও ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

রাজশাহী: রাজশাহীর পুঠিয়া উপজেলায় ৬৪৮ বোতল ফেনসিডিলসহ মিঠুন (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় ব্যবহার করা একটি ট্রাকও জব্দ করা হয়েছে।



আটককৃত মিঠুন চারঘাটা উপজেলার টাঙ্গন এলাকার মৃত ছইম সরদারের ছেলে।

বুধবার (০৩ ফেব্রুয়ারি) বিকেলে রাজশাহীর পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান  জানান, মঙ্গলবার (০২ ফেব্রুয়ারি) দিবাগত রাত পৌনে দুইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।

পুঠিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আশাদুল হকসহ কয়েকজ পুলিশ সদস্য রাজশাহী থেকে ঢাকাগামী পাথর বোঝাই ট্রাকে (নং: ঢাকা মেট্রো-ট-১৬-৪০০৪) তল্লাশি চালান।

এ সময় পাথরের ভেতর থেকে তিনটি বস্তায় ৬৮৪ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী মিঠুনকে আটক করা হয়।

তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে ট্রাকের ড্রাইভার ও হেলপার পালিয়ে যান। এ ব্যাপারে পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মিঠুনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৬
এসএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।