ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

মানিকগঞ্জে ইয়াবাসহ ৩ যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৬
মানিকগঞ্জে ইয়াবাসহ ৩ যুবক আটক

মানিকগঞ্জ: মানিকগঞ্জে ২০ পিস ইয়াবাসহ তিন যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি চাইনিজ কুড়াল, একটি ধারালো ছুরি ও দুইটি মোটরসাইকেল জব্দ করা হয়।



বুধবার (০৩ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে সদর উপজেলার জয়ড়া এলাকা থেকে তাদের আটক করে পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন- জয়ড়া এলাকার হাবিবুর রহমান নবুর ছেলে আমিনুল ইসলাম আমিন (২৩), গোলাম মোস্তফার ছেলে মাহমুদুল হাসান রুস্তম (৩০) ও আলতাব হোসেনের ছেলে রবিন হোসেন (২২)।

মানিকগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মাকসুদা আটকের বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, আটক যুবকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৬    
এমজেড/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।