ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

বোয়ালমারীতে নছিমন চাপায় শিশুর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৬
বোয়ালমারীতে নছিমন চাপায় শিশুর মৃত্যু

ফরিদপুর: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রুপাপাত ইউনিয়নের কাটাগড় গ্রামে নছিমন চাপায় শ্রাবন্তী (৫) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের আনোয়ার আলীর মেয়ে।

 

বুধবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার রুপাপাত-সরাইল সড়কে ওই শিশুর বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, উপজেলার সাধুহাটি গ্রামের ইব্রাহিম রুপাপাত বাজার থেকে তার নছিমন নিয়ে সরাইল যাওয়ার পথে ঘটনাস্থলে শ্রাবন্তীকে চাপা দেয়। এতে শিশুটি মারাত্মক আহত হয়। পরে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

রুপাপাত ইউনিয়নের চেয়ারম্যান আজিজার রহমান মোল্লা বলেন, ওই সময় শ্রাবন্তী তাদের বাড়ির সামনে সড়কে অন্য শিশুদের সঙ্গে খেলা করছিল।

বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৬
আরকেবি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।