ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

পাথরঘাটায় বৃদ্ধাকে গলা কেটে হত্যা

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৬
পাথরঘাটায় বৃদ্ধাকে গলা কেটে হত্যা

পাথরঘাটা (বরগুনা): বরগুনার পাথরঘাটা উপজেলার হাড়িটানা গ্রামের নয়ঘর এলাকায় লাল বরু (৭০) নামে এক বৃদ্ধাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার (৩ ফেব্রুয়ারি) দিনগত রাত ২টার দিকে এ হত্যার ঘটনা ঘটে।



নিহত বৃদ্ধা হাড়িটানা গ্রামের মৃত নাগর আলীর স্ত্রী।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জিয়াউল হক বাংলানিউজকে জানান, রাতে দুর্বৃত্তরা লাল বরুর ঘরে ঢুকে তাকে গলা কেটে হত্যা করে। টের পেয়ে পাশের ঘরে থাকা বৃদ্ধার ছেলে ও ছেলের বউ চিৎকার করলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

ওসি আরও জানান, জমিজমা নিয়ে লাল বরুর সঙ্গে তার নাতি আবদুল করিমের বিরোধ ছিল। বুধবার সদর পাথরঘাটা ইউনিয়ন পরিষদে এ নিয়ে সালিশ হওয়ার কথা ছিল। পরে আর তা হয়নি। জমি নিয়ে বিরোধের জের ধরেই তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১০০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৬
এসআই


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।