ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

সম্প্রচার আইনের খসড়া সংসদে যাবে জুনে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৬
সম্প্রচার আইনের খসড়া সংসদে যাবে জুনে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু

ঢাকা: আগামী দুই সপ্তাহের মধ্যে সম্প্রচার আইনের খসড়া হাতে আসবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। আর জুন মাসে জাতীয় সংসদে উত্থাপন করা হবে।



বৃহস্পতিবার (০৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) আবাসিক প্রতিনিধি রবার্ট ডি ওয়াটকিন্স মন্ত্রীর দফতরে সাক্ষাতের পর একথা জানান ইনু।

তথ্যমন্ত্রী বলেন, বিভিন্ন ব্যক্তিদের সমন্বয়ে গঠিত কমিটি খসড়া আইন তৈরি করেছে, আমাদের হাতে আসেনি। আশা করছি আগামী দুই সপ্তাহের মধ্যে খসড়া আমাদের হাতে আসবে, আসলে উন্মুক্ত করে দেব এবং অংশীজনের মতামত চাইবো, পরবর্তীতে আবারও পরীক্ষা-নিরীক্ষা করে ত্রুটি বিচ্যুতি দেখে অন্তর্ভূক্ত করে সম্প্রচার আইন এবং কমিশনের কাঠামো তৈরি করবো। তারপর মন্ত্রিসভা এবং সংসদে যাবে।

‘আগামী জুন মাসের সংসদ অধিবেশনে এই আইন তুলতে পারি কিনা- চেষ্টা করে দেখবো। ’

আন্তর্জাতিক মানদণ্ডের ভিত্তিতে সম্প্রচার আইন তৈরিতে জাতিসংঘ সহায়তা করবে বলেও জানিয়েছেন তথ্যমন্ত্রী।

আইনের ভেতরে সম্প্রচার কমিশন কীভাবে তৈরি হবে- তা লিপিবদ্ধ থাকবে বলে জানান ইনু।

বাংলাদেশ সময়: ১৩০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৬
এমআইএইচ/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।