ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

বাংলানিউজকে নতুন জেলা প্রশাসক

সম্ভাবনাময় খুলনার ইতিবাচক পরিবর্তন করতে চাই

মাহবুবুর রহমান মুন্না, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৬
সম্ভাবনাময় খুলনার ইতিবাচক পরিবর্তন করতে চাই খুলনা জেলা প্রশাসক, নাজমুল আহসান/ছবি: মানজারুল ইসলাম/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: সুন্দরবনের কোলঘেঁষা শিল্পনগরী খুলনার রয়েছে অনেক সম্ভাবনা। সেসব সম্ভাবনা কাজে লাগাতে পারলে খুলনার ইতিবাচক পরিবর্তন সম্ভব।

সে লক্ষ্যেই কাজ করতে চাই।

বিভাগীয় শহর খুলনার নতুন জেলা প্রশাসক নাজমুল আহসান বাংলানিউজকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে একথা জানান। বুধবার (৩ ফেব্রুয়ারি) জেলা প্রশাসকের কার্যালয়ে কথা হয় তার সঙ্গে।

গত ২৬ জানুয়ারি খুলনার নতুন জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব নেন নাজমুল আহসান। এর আগে তিনি সাতক্ষীরা জেলা প্রশাসকের দায়িত্বে ছিলেন।
এ জেলায় প্রথমে কোন কাজকে বেশি গুরুত্ব দেবেন জানতে চাইলে তিনি বলেন, বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাস্তবায়ন প্রথমে প্রাধান্য দেবো। এক্ষেত্রে শহর থেকে গ্রামীণ জনপদ পর্যন্ত তথ্য-প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করার চেষ্টা করবো।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, খুলনার মানুষের জন্য ভালো কিছু করার সর্বাত্মক চেষ্টা থাকবে। এজন্য স্থানীয় বিভিন্ন পর্যায়ের মানুষের সহযোগিতার প্রয়োজন।

নাজমুল আহসান বলেন, খুলনায় যোগ দিয়ে এ জেলাকে নিজের জেলা মনে করছি। কারণ নিজের জায়গা বলে মনে না হলে সেখানকার উন্নয়ন কর্মকাণ্ডে আন্তরিক ভূমিকা রাখা সম্ভব হয় না।

তিনি গুরুত্ব বিবেচনায় খুলনা জেলার সমস্যা ও সম্ভাবনা চিহ্নিত করে সে বিষয়ে যথাযথ পদক্ষেপ নেবেন বলে জানান।

খুলনা-মংলা রেললাইন প্রকল্প বাস্তবায়নে ধীরগতি পরিলক্ষিত হচ্ছে। এ বিষয়ে আপনার পদক্ষেপ কি থাকবে? জানতে চাইলে জেলা প্রশাসক বলেন, খুলনার সার্বিক উন্নয়নে চলমান কাজগুলোর সমস্যা চিহ্নিত করে গতি আনতে চেষ্টা করবো।

সুন্দরবন সুরক্ষা প্রসঙ্গে তিনি বলেন, সম্মিলিত প্রয়াসেই সুন্দরবন সুরক্ষা সম্ভব। আর তার জন্য যা যা করা প্রয়োজন তা করবো।

খুলনায় তথ্যপ্রযুক্তি ব্যবহার করে সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।  

সাক্ষাৎকালে জেলা প্রশাসক বলেন, যোগদানের পর জেলা প্রশাসক হিসেবে সব বিষয়েই খোঁজ-খবর নিয়েছি। যেখানে যা করণীয় তা করতে বিন্দুমাত্র কার্পণ্য করবো না।  

তিনি উল্লেখ করেন, স্কুল-কলেজের শিক্ষার্থীদের মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করে তোলার পাশাপাশি তাদের খেলাধুলা, বিতর্কসহ সাংস্কৃতিক কর্মকাণ্ডে ব্যস্ত রাখতে হবে। এ ব্যাপারে ভূমিকা রাখতে তিনি উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র, কাউন্সিলর ও ইউনিয়ন চেয়ারম্যান, মেম্বারদের আহ্বান জানিয়েছেন।
বাংলানিউজ প্রসঙ্গে নতুন এ জেলা প্রশাসক স্মৃতি হাঁতড়ে বলেন, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ে কর্মরত থাকাকালীন বাংলানিউজের সঙ্গে আমার অনেকে স্মৃতি রয়েছে। আজ সাক্ষাৎকার দিতে গিয়ে সেই সুখময় স্মৃতি মনে পড়ছে।

ডিজিটাল বাংলাদেশ গড়তে অনলাইন পত্রিকা বিশেষ ভূমিকা রাখছে বলেও মনে করেন তিনি।  

নাজমুল আহসান ১৯৬৬ সালের ১৮ আগস্ট নারায়ণগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থ বিজ্ঞানে বিএসসি সম্মানসহ এমএসসি করেন। ১৩তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হন তিনি। ইতোমধ্যে তিনি বিভিন্ন প্রশিক্ষণ ও সরকারি কাজে ভারত, চীন, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, কুয়েত ও সৌদি আরব সফর করেছেন। নাজমুল আহসান ১৯৯৪ সালের ২৫ এপ্রিল সরকারি চাকরিতে যোগ দেন।

বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৬
এমআরএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।