ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে মুক্তিযোদ্ধাদের মাঝে কম্বল বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৬
ফরিদপুরে মুক্তিযোদ্ধাদের মাঝে কম্বল বিতরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফরিদপুর: ফরিদপুরে মুক্তিযেদ্ধাদের মাঝে কম্বল বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা বিএফএফ।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে বিএফএফ এর হল রুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মুক্তিযোদ্ধাদের হাতে কম্বল তুলে দেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ফরিদপুর ইউনিট এর কমান্ডার মুক্তিযোদ্ধা আবুল ফয়েজ শাহ নেওয়াজ।



এই সময় উপস্থিত ছিলেন বিএফএফ এর নির্বাহী পরিচালক আনম ফজলুল হাদী সাব্বির, মুক্তিযোদ্ধা সংসদ এর থানা কমান্ডার সামসুদ্দিন মোল্যা, ডেপুটি কমান্ডার নজরুল জামান, মুক্তিযোদ্ধা খলিলুর রহমান প্রমুখ।

বিএফএফ এর নির্বাহী পরিচালক আনম ফজলুল হাদী সাব্বির বলেন, প্রতি বছরের ন্যায় এবারও দরিদ্র ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। তারই ধারাবাহিকতায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের সম্মান জানিয়ে ৫০জন মুক্তিযোদ্ধার মাঝে কম্বল বিতরণ হরা হয়।

বাংলাদেশ সময়: ১৩৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৬
আরকেবি/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।