ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

পুলিশের হামলায় অগ্নিদগ্ধ চা দোকানির ঢামেকে মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৬
পুলিশের হামলায় অগ্নিদগ্ধ চা দোকানির ঢামেকে মৃত্যু ছবি: দীপু মালাকার/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীর মিরপুরে পুলিশের হামলায় অগ্নিদগ্ধ চা দোকানি বাবুল মাতুব্বর (৪৫) মারা গেছেন।

বৃহস্পতিবার (০৪ ফেব্রুয়ারি) বেলা দেড়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।



বাবুল মাতুব্বরের মৃত্যুর বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক সার্জন ডা. পার্থ শঙ্কর পাল।

বুধবার (০৩ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে মিরপুর-১ নম্বর গুদারাঘাট এলাকায় নিজের দোকানে স্টোভের আগুনে দগ্ধ হন বাবুল মাতুব্বর (৪৫)। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। তখন হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. জহিরুল ইসলাম বাংলানিউজকে জানিয়েছিলেন, বাবুলের শরীরের ৯৫ শতাংশ পুড়ে গেছে।

বাবুলের পরিবারের অভিযোগ, চাঁদা চাইতে এসে দোকানের কেরোসিনের স্টোভে লাঠি দিয়ে আঘাত করেন মিরপুর শাহ আলী থানার কয়েকজন পুলিশ সদস্য। এ সময় স্টোভের আগুনে দগ্ধ হন বাবুল।

বাবুলের ছেলে মো. রাজু কান্নাজড়িত কণ্ঠে বাংলানিউজকে অভিযোগ করে বলেন, তারা বাবাকে বলেন- ‘ফুটপাতে দোকান করিস, টাকা দ্যাস না ক্যান? টাকা দে’। এ কথা বলেই স্টোভের আগুনে লাঠি দিয়ে আঘাত করেন। আর তখন বাবা স্টোভের কাছে থাকায় তার শরীরে আগুন ধরে যায়।

তবে চাঁদা চাওয়া ও হামলার অভিযোগ অস্বীকার করেছেন শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম শাহীন মণ্ডল। বাংলানিউজকে তিনি বলেন, পুলিশের সোর্স দেলোয়ার ওই চায়ের দোকানে গেলে তাকে দেখে দোকানি বাবুল পালানোর চেষ্টা করেন। এ সময় চুলায় পড়ে তার শরীরে আগুন ধরে ‍যায়।

‘আসল ঘটনা জানতে আমরা দেলোয়ারকে খুঁজছি। মামলা হলে তাকে আটক করা হবে,’ বলেন ওসি শাহীন মণ্ডল।

বাংলাদেশ সময়: ১৪০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৬/আপডেট: ১৪৫৬ ঘণ্টা
এজেডএস/আরএইচ

** স্টোভের আগুনে চা দোকানি দগ্ধ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।