ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

পিরোজপুরে বাসচাপায় অটোরিকশার যাত্রী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৬
পিরোজপুরে বাসচাপায় অটোরিকশার যাত্রী নিহত

পিরোজপুর: পিরোজপুরের জিয়ানগরে বাসচাপায় ইলিয়াছ হোসেন (২১) নামে অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ৪ জন।



বৃহস্পতিবার (০৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় জিয়ানগর উপজেলার বালিপাড়া সড়কের ভবানীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ইলিয়াছ হোসেন উপজেলার বটতলা এলাকার ইউনুস তালুকদারের ছেলে।

প্রতক্ষদর্শীরা জানান, সকালে পিরোজপুর থেকে ছেড়ে আসা একটি বাস (রাজশাহী ব-১৭৮৭) ভবানীপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনে যাত্রীবাহী একটি অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় অটোরিকশার চালকের পাশে থাকা ইলিয়াস তালুকদার ছিটকে রাস্তায় পড়ে যায়।

এরপর বাসটি ইলিয়াসকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইন্দুকানি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুল হক বাংলানিউজকে জানান, বাসটি আটক করা হয়েছে। বাসের চালক ও হেলপার পালিয়ে গেছেন।

বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৬
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।