ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে ফিল্মি কায়দায় ৪০ লাখ টাকা ছিনতাই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৬
গাজীপুরে ফিল্মি কায়দায় ৪০ লাখ টাকা ছিনতাই

গাজীপুর: গাজীপুর মহানগরে দিনে-দুপুরে ফিল্মি কায়দায় একটি পোশাক কারখানার শ্রমিকদের বেতনের ৪০ লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে মহানগরের টঙ্গী মিলগেট এলাকায় এ ছিনতাই হয়।

মহানগরের বড়বাড়ি ওয়ার্ল্ড ফ্যাশন লিমিটেড পোশাক কারখানার শ্রমিকদের বেতনের টাকা ছিনতাই হয়েছে।

কারখানা কর্তৃপক্ষ জানায়, দুপুর দেড়টার দিকে কারখানার কয়েকজন কর্মকর্তা ঢাকার উত্তরার আইএফআইসি ব্যাংকের শাখা থেকে শ্রমিকদের বেতন দেওয়ার জন্য ৪০ লাখ টাক‍া উত্তোলন করে মাইক্রোবাসযোগে আসছিলেন।

পথে তাদের গাড়ি টঙ্গীর মিলগেট এলাকায় পৌঁছালে আরেকটি মাইক্রোবাসযোগে এসে কয়েকজন দুর্বৃত্ত তাদের গতিরোধ করে। এরপর দুর্বৃত্তরা কর্মকর্তাদের গাড়ি লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। তারপর তারা গাড়ির কাঁচ ভেঙে ৪০ লাখ টাকা নিয়ে পালিয়ে যায়।

টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ তালুকদার বাংলানিউজকে বিষয়টি জানিয়েছেন। তিনি বলেছেন, ছিনতাইয়ে জড়িত দুর্বৃত্তদের ধর‍ার চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৬/আপডেট ১৭২৫ ঘণ্টা
আরএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।