ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

ধুনটের মেলায় বিগহেড মাছের আধিপত্য

রফিকুল আলম, উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৬
ধুনটের মেলায় বিগহেড মাছের আধিপত্য ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলার কালেরপাড়া ইউনিয়নের হেউটনগর-কোদলাপাড়া বকচর মাছের মেলায় এবার সবচেয়ে বেশি আমদানি হয়েছে বিগহেড জাতের মাছ।

বৃহস্পতিবার (০৪ ফেব্রুয়ারি) সকাল থেকে ধুনট উপজেলায় বহমান বাঙ্গালির পূর্ব তীরে বকচর এলাকায় দু’দিন ধরে এই মাছের মেলা বসেছে।

চলবে বৃহস্পতিবার (০৪ ফেব্রুয়ারি) বিকেল পর্যন্ত।

স্থানীয় হেউটনগর গ্রামের ব্যবসায়ী সাইদুল ইসলাম বাংলানিউজকে জানান, প্রায় শত বছরের পুরাতন এই মাছের মেলা। প্রতি বছর মাঘ মাসের তৃতীয় সপ্তাহের বুধবার মেলা বসে। এবারও একই দিনক্ষণে মেলা বসেছে। মূলত একদিনের মেলা হলেও স্থানীয়দের চাহিদা অনুযায়ী দু’দিন ধরে চলে বেচাকেনা।

প্রথম দিন (বুধবার) মেলা হয় মাছকেন্দ্রিক এবং দ্বিতীয় দিন বেচাকেনা হয় গৃহস্থালি সামগ্রী, চুড়ি, দুল, ফিতাসহ নারীদের প্রশাধনী। দ্বিতীয় দিন (বৃহস্পতিবার) সকাল থেকে মেলায় নারীর সমাগম বেশি হয়।

তাই বুধবার পুরো মেলা জুড়ে থাকে মাছের বেচাকেনা। মেলা থেকে কে কত বড় এবং কত বেশি দাম দিয়ে মাছ কিনতে পারেন, তারই এক নিরব প্রতিযোগীতা চলে স্থানীয়দের মধ্যে। এবারের মেলায় রুই, কাতল, মৃগেল, সিলভার কার্প, বাঘাইড়, বিগহেড মাছসহ নানা জাতের মাছ উঠেছে। এরমধ্যে এবারে মেলায় প্রতিটি মাছের দোকানে বিগহেড মাছ বেশি দেখা যায়।

সরেজমিন দেখা যায়, মেলায় শতাধিক মাছের দোকান বসেছে। প্রতিটি দোকানে অন্যান্য মাছের সঙ্গে ছোট-বড় বিগহেড মাছও রয়েছে। এক একটি মাছের ওজন ৫ কেজি থেকে ১৫ কেজি পর্যন্ত। প্রতি কেজি বিগহেড মাছ বেচাকেনা হয় ৫০০-৬০০টাকায়।

বগুড়ার গোলাবাড়ি এলাকা থেকে বকচর মেলায় এসেছেন মাছ ব্যবসায়ী দেলোয়ার হোসেন। তিনি জানান, প্রায় তিন বছর ধরে এই মেলায় আসেন বিভিন্ন জাতের মাছ বিক্রি করতে। কিন্ত এবার এসেছেন বিগহেড মাছের বড় চালান নিয়ে।

তিনি আরো জানান, বিগহেড মাছ রাজশাহী শহরের সাহেব বাজার এলাকার পাইকারি মোকাম থেকে কিনে এনেছেন। অন্যান্য মাছের চেয়ে এ মাছের দাম তুলনামূলক কম। এই মেলা এলাকায় বেশি দামের মাছ খুব একটা বিক্রি হয় না।

তাই এবার অন্য মাছ মেলায় বিক্রি করছেন না। প্রতিটি মাছ ৩ হাজার টাকা থেকে ৯ হাজার টাকা পর্যন্ত বিক্রি করছেন। প্রতিটি মাছ বিক্রি করে ভালোই লাভ হচ্ছে বলেও জানান তিনি।

মেলা এলাকার রামনগর গ্রামের আব্দুল হাকিম বাংলানিউজকে জানান, অন্য মাছের চেয়ে বিগহেড মাছের দাম কম। তাই এই মাছের আমদানিও বেশি হয়েছে। মেলা থেকে এবার ১০কেজি ওজনের একটি মাছ ৫ হাজার টাকায় কিনেছেন।

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৬ 
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।