ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

বঙ্গবন্ধু ইকোপার্কে ফের আগুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৬
বঙ্গবন্ধু ইকোপার্কে ফের আগুন ছবি : বাংলানিউজটোয়েটিফোর.কম

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম পাড়ে বঙ্গবন্ধু ইকোপার্কে ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আকস্মিক অগ্নিকাণ্ডে কমপক্ষে ৩ একর জমির ছনখেতসহ বিভিন্ন প্রজাতির শতাধিক গাছ পুড়ে গেছে।



বৃহস্পতিবার (০৪ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে যমুনা নদীর পশ্চিমপাড়ে সেতুর গাইড বাঁধ সংলগ্ন ইকোপার্কের উত্তর-পশ্চিমাংশে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এর আগে ৮ জানুয়ারি একই এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বাংলানিউজকে জানান, পার্কে আগত দর্শনার্থীদের ফেলে দেওয়া সিগারেটের অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকর্মীরা একঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৬
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।