ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

সারিয়াকান্দিতে মাদক ব্যবসায়ী আটক

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৬
সারিয়াকান্দিতে মাদক ব্যবসায়ী আটক ছবি: প্রতীকী

সারিয়াকান্দি (বগুড়া): বগুড়ার সারিয়াকান্দি উপজেলা থেকে আবুল কাশেম (৬০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে তাকে আটক করা হয়।



আটক আবুল কাশেম উপজেলার বোহাইল ইউনিয়নের ধারাবর্ষা চর এলাকার বাসিন্দা।

সারিয়াকান্দি থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) মশিউর রহমান বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে ধারাবর্ষা বাজার এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী আবুল কাশেমকে আটক করে পুলিশ।

পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৬
এএটি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।