ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

কুলিয়ারচরে বিদ্যুৎপৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৬
কুলিয়ারচরে বিদ্যুৎপৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচরে বিদ্যুৎপৃষ্ট হয়ে ইয়াসিন মিয়া (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার(০৪ ফেব্রুয়ারি) দুপুরে কুলিয়ারচর পৌরসভার পূর্ব গাইলকাটা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

ইয়াসিন পূর্ব গাইলকাটা এলাকার মৃত লাল মিয়ার ছেলে।

কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী মিজানুজ্জামান বাংলানিউজকে জানান, দুপুরে ইয়াসিন টিনের ঘরের উপরে উঠেছিলেন। এ সময় ঘরের উপর দিয়ে বয়ে যাওয়া বিদ্যুতের তারে জড়িয়ে তিনি মাটিতে পড়ে যায়। প্রতিবেশীরা তাকে উদ্ধার করে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৬
পিসি/


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।