ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

না’গঞ্জে ৭৪ হাজার ৭৫০ টাকার জাল স্ট্যাম্প জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৬
না’গঞ্জে ৭৪ হাজার ৭৫০ টাকার জাল স্ট্যাম্প জব্দ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ শহরের কালীবাজার এলাকা থেকে ৭৪ হাজার ৭৫০ টাকার জাল স্ট্যাম্প জব্দ করা হয়েছে।

এ ঘটনায় জড়িত থাকার অপরাধে বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে জেলার পুরাতন কোর্ট এলাকা থেকে দুইজনকে আটক করে নারায়ণগঞ্জ সিআইডি।



আটক ব্যক্তিরা হলেন, চাঁদপুর জেলার মতলব উত্তর থানাধীন মোস্তফাপুর এলাকার চান মিয়া সরকারের ছেলে মো. মাসুদ মিয়া ও একই এলাকার আবুল কাশেমের ছেলে রওশন আহম্মেদ।

এ প্রসঙ্গে সিআইডির সহকারী পুলিশ সুপার মো. এহসান উদ্দিন চৌধুরী জানান, মাসুদ ও রওশন দীর্ঘ দিন যাবৎ সাধারণ মানুষের কাছে জাল স্ট্যাম্প বিক্রি করে আসছিল-এমন অভিযোগের প্রেক্ষিতে বৃহস্পতিবার দুপুরে তাদের আটক করা হয়।

বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৬
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।