ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

ফতুল্লায় নাশকতার মামলায় যুবদল নেতাসহ কারাগারে ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৬
ফতুল্লায় নাশকতার মামলায় যুবদল নেতাসহ কারাগারে ৫ ছবি: প্রতীকী

নারায়ণগঞ্জ: নাশকতার মামলায় কেন্দ্রীয় যুবদলের সদস্য সাদেকুর রহমান সাদেকসহ পাঁচজনকে কারাগারে পাঠিয়েছেন নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত। এ মামলায় জামিন পেয়েছেন ফতুল্লা থানা বিএনপির অপর তিন নেতাকর্মী।



বৃহস্পতিবার (০৪ জানুয়ারি) দুপুরে আসামিরা আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালতের বিচারক সৈয়দ এনায়েত হোসেন জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বাংলানিউজকে জানান, পৃথক দু’টি নাশকতার মামলায় আটজন বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত বয়স্ক ও অসুস্থ‍তার কারণে তিনজনের জামিন আবেদন মঞ্জুর করেন এবং বাকি পাঁচজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

যাদের কারাগারে পাঠানো হয়েছে, তারা হলেন- কেন্দ্রীয় যুবদলের সদস্য ও যুবদল নেতা সাদেকুর রহমান সাদেক, ফতুল্লা ইউনিয়ন ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জহির রায়হান চুন্নু, কাশিপুর ইউনিয়ন বিএনপির নেতা আব্দুল হালিম, উজ্জ্বল হোসেন ও আব্দুল হাই।

জামিনপ্রাপ্তরা হলেন- কুতুবপুর ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের সদস্য ও ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী মো. মুক্তার হোসেন, একই ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আবুল হোসেন ও স্থানীয় বিএনপি নেতা সামসুল হক।

বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৬
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।