ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

এ্যানির মুক্তির দাবিতে রায়পুরে সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৬
এ্যানির মুক্তির দাবিতে রায়পুরে সমাবেশ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

লক্ষ্মীপুর: বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির মুক্তির দাবিতে রায়পুরে সমাবেশ করেছে দলীয় নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (০৪ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে রায়পুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে পৌর শহরের গাজী মার্কেটে দলীয় কার্যালয়ে এ সমাবেশের আয়োজন করা হয়।

   

রায়পুর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মনিরুল ইসলাম হাওলাদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম মিঠুর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন পৌর বিএনপির সভাপতি এবিএম জিলানী।

সমাবেশে বক্তব্য রাখেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর জাহের মিয়াজী, বিএনপি নেতা ও সাবেক সাধারণ সম্পাদক হোসেন আহম্মেদ বাহাদুর, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক ভিপি বেলায়েত হোসেন, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক এমরান হোসেন, পৌর যুবদলের সভাপতি ইকবাল পাটোয়ারী, সাধারণ সম্পাদক নুরে হেলাল মামুন, উপজেলা ছাত্রদলের সংগঠনিক শাহাদাত হোসেন সুমন, পৌর ছাত্রদলের সভাপতি নবী উল্যা, সাধারণ সম্পাদক শরিফ হোসেন প্রমুখ।
 
বাংলাদেশ সময় : ১৯১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৬
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।