ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

জনগণ বর্তমান সরকারের সাথে রয়েছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৬
জনগণ বর্তমান সরকারের সাথে রয়েছে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিরাজগঞ্জ: স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, জনগণ বর্তমান সরকারের সাথেই রয়েছে। সদ্য অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীদের বিপুল ভোটে বিজয়ী করে তার প্রমাণ দিয়েছে।



শনিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়নে নির্মাণাধীন ৩১ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্স ভবনের নির্মাণকাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বিএনপি পৌরসভা নির্বাচনে অংশ নিয়ে সঠিক রাজনীতির পথে হাঁটতে শুরু করেছে। তারা বুঝতে পেরেছে, আগুন দিয়ে বোমা মেরে মানুষ হত্যা করে সাধারণ মানুষের সমর্থন আদায় করা যায় না। তাদের শুভ বুদ্ধির উদয় হয়েছে বলেই তারা নির্বাচনে অংশ নিয়েছে। সামনে ইউনিয়ন পরিষদ নির্বাচন। সেই নির্বাচনে তারা অংশ নিয়ে অতীতের ভুল স্বীকার করে জনগণের সমর্থন আদায়ের চেষ্টা করবে। জনগণ তাদের ক্ষমা করলে তারা ভোট পাবে।

এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মোহাম্মদ গোলাম কিবরিয়া, কৃষকলীগের কেন্দ্রীয় নেতা সাখাওয়াত হোসেন সুইট, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সিভিল সার্জন ডা. পীতাম্বর রায়, স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী প্রকৌশলী জাকির হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান দুদু, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলী হোসেন মল্লিক ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম।

বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৬
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।