ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

আগুনে ক্ষতিগ্রস্তদের মধ্যে চাল-নগদ টাকা বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৬
আগুনে ক্ষতিগ্রস্তদের মধ্যে চাল-নগদ টাকা বিতরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নারায়ণগঞ্জ: গত বছরের ১৬ ডিসেম্বর ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বস্তিরবাসীর মধ্যে চাল ও নগদ টাকা বিতরণ করেছেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক আনিছুর রহমান মিঞা।  

শনিবার (০৬ ফেব্রুয়ারি) দুপুরে ফতুল্লা চাঁনমারী বস্তিতে ক্ষতিগ্রস্তদের মধ্যে ২০ কেজি করে চাল ও নগদ ৪ হাজার করে টাকা দেন তিনি।

 

এছাড়া বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের সহযোগিতায় ২৫০ সুবিধা বঞ্চিত শিশুকে তরল দুধ বিতরণ করা হয়েছে।

নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক গাউছুল আজমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার চৌধুরী, সরকারি তোলারাম কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর শিরিন বেগম, ফতুল্লা  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) খন্দকার লুতফর রহমান স্বপন প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৬
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।