ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ফেনী কারাগারে হাজতির মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৬
ফেনী কারাগারে হাজতির মৃত্যু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফেনী: ফেনী কারাগারে নুরুল আমিন (৭৫) নামে এক হাজতির মৃত্যু হয়েছে।

শনিবার (০৬ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে ফেনী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান৷

কারা কর্তৃপক্ষ জানায়, দুপুরে নুরুল আমিন হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত ফেনী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এর কিছুক্ষণ পরেই হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়।

জেল সুপার শংকর কুমার মজুমদার বাংলানিউজকে জানান, নুরুল আমিনকে চলতি বছরের ২ জানুয়ারি জেলার ফুলগাজী উপজেলা থেকে গ্রেফতার করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে কারাগারে পাঠানো হয়।   লাশ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১৮৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৬
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।