ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

পাটগ্রামের বিলুপ্ত ছিটমহলে জমি নিয়ে সংঘর্ষে আহত ১০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৬
পাটগ্রামের বিলুপ্ত ছিটমহলে জমি নিয়ে সংঘর্ষে আহত ১০ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

লালমনিরহাট: লালমনিরহাটের পাটগ্রামের বিলুপ্ত লতামারি ছিটমহলে জমির মালিকানাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।  
 
শনিবার (০৬ ফেব্রুয়ারি) সকালে এ সংঘর্ষ হয়।

এ ঘটনায় আব্দুল মান্নান নামে একজনকে আটক করেছে পুলিশ।
 
আহতদের মধ্যে বিলুপ্ত লতামারি ছিটমহলের বুলবুল হোসেন (৩৫), আজিমুদ্দিন (৫০), হাসিবুল হক (৩০), লুৎফর রহমান (৪০), আবু হোসেন (৪০), হাফিজার রহমান (৫০) ও আবু দরদার (৩৫) নাম জানা গেছে।
 
তাদের উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে স্থানীয়রা। পরে, গুরুতর আহত লুৎফর রহমানকে সেখান থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
 
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার রাতে কে বা কারা লতামারি  ছিটমহলের আব্দুল মান্নানের খেতের ভুট্টা কেটে ফেলে। এ ঘটনায় প্রতিবেশী ফজলে রহমানকে সন্দেহ হয় তার। এর পরিপ্রেক্ষিতে শনিবার সকালে আব্দুল মান্নানের লোকজন ফজলে রহমানের তামাক খেত কেটে ফেলার চেষ্টা করে।
 
এ সময় ফজলে রহমানের লোকজন বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হন।
 
স্থানীয় একাধিক ব্যক্তি জানান, বিলুপ্ত লতামারি ছিটমহলের ৩৬ শতক জমি প্রায় ৩০ বছর ধরে দখলে থাকা ফজলে রহমানকে মাঠ জরিপে নথিভুক্ত করে খতিয়ান প্রদান করা হয়। পরে রহস্যজনক কারণে আব্দুল মান্নানের নাম মাঠ জরিপে অর্ন্তভুক্ত হয়। এ কারণে ওই জমির মালিকানা নিয়ে জটিলতার সৃষ্টি হলে উভয় পক্ষই মালিকানা দাবি করে।
  
পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আবু মুসা জানান, উভয় পক্ষের আহতদের মধ্যে ছয় ব্যক্তি হাসপাতালে ভর্তি রয়েছে। গুরুতর আহত লুৎফর রহমান নামে এক ব্যক্তিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
 
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বাংলানিউজকে বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
 
বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৬      
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।