ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ক্যান্ট. গার্লস পাবলিক স্কুল-কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৬
ক্যান্ট. গার্লস পাবলিক স্কুল-কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল ও কলেজের আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০১৬ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০৬ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা সেনানিবাসে বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের মাঠে চার হাউজের মধ্যে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এতে জাহানারা ইমাম হাউস চ্যাম্পিয়ন ও সুফিয়া কামাল হাউস রানার আপ হওয়ার গৌরব অর্জন করেন।

এর আগে সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) লে. জেনারেল সাব্বির আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন।

প্রতিযোগিতায় ২৫০০ এর বেশি শিক্ষার্থী স্বতঃস্ফুর্তভাবে অংশ নেয়। এসময় শিক্ষার্থীদের ব্যাঙ দৌড়, ১০০ মিটার দৌড়, দড়ি লাফ দৌড়, রিলে দৌড়, যেমন খুশি তেমন সাজো অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করে।

এছাড়াও অভিভাবকরা  ১০০ মিটার দৌড় (পুরুষ) ও  চামচ দৌড় (নারী) প্রতিযোগিতায় অংশ নেন।

অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে সেনাবাহিনীর সিজিএস লে. জেনারেল সাব্বির আহমেদের স্ত্রী নূর রুমানা সাব্বির বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এবং ট্রফি বিতরণ করেন।

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৬
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।