ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

‘পুলিশ ভাই গুলি করেন, সুইসাইড করতেই এসেছি’

মফিজুল সাদিক, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৬
‘পুলিশ ভাই গুলি করেন, সুইসাইড করতেই এসেছি’ ছবি: জি এম মুজিবুর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ‘পুলিশ ভাই, পুলিশ ভাই গুলি করেন! আপনাদের জন্য বুক খোলা আছে। তারপরও শাহবাগ মোড় থেকে সরাইয়েন না।

আপনাদের (পুলিশ) পায়ে ধরি, আমাদের শাহবাগ মোড় থেকে তাড়িয়ে দিয়েন না। আমরা সবাই সুইসাইড করতেই শাহবাগে এসেছি’।
 
কথাগুলো বলছিলেন ৩৪তম বিসিএসে উত্তীর্ণ ক্যাডারবঞ্চিত প্রার্থী নূর ইসলান নূর।

শনিবার (০৬ ফেব্রুয়ারি) সকালে ক্যাডারবঞ্চিত প্রার্থীরা রাজধানীর শাহবাগ মোড়ে প্রধান সড়কের ওপর অবস্থান নেন। সব অসঙ্গতি দূর করে ৩৪তম বিসিএসের ফল পুনর্মূল্যায়ন, ৩৪তম বিসিএসের ৬৭২টি শূন্যপদ ৩৫তম বিসিএস থেকে পূরণ না করে ৩৪তম থেকে পূরণ ও নন-ক্যাডারে উত্তীর্ণ সব প্রার্থীর চাকরির নিশ্চয়তার দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা ।
 
শাহবাগ মোড়ে বিক্ষোভ কর্মসূচি পালন করায় পুলিশি বাধার মূখে পড়েন ৩৪তম বিসিএসে উত্তীর্ণ ক্যাডারবঞ্চিত প্রার্থীরা। এসময় পুলিশ বলে শাহবাগ মোড় ছেড়ে অন্য কোথায় বিক্ষোভ কর্মসূচি পালন করতে।

রমনা জোনের সহকারী পুলিশ কমিশনার(এসি) শিবলী নোমান এ সময় উপস্থিত ছিলেন। শিবলী নোমানের কাছে অনুরোধ করে আন্দোলনকারীরা বলেন, ‘আপনারা কিছু সময় আমাদের শাহবাগে থাকতে দিন। সকল মিডিয়ার কাছে আমাদের মনের কথা প্রকাশের পর আপনারা আমাদের শাহবাগ থেকে তাড়িয়ে দেন’।
 
এরপর শিবলী নোমান আন্দোলনকারীদের বলেন, ‘আপনারা আন্দোলন করেন, আমরা কোনো বাধা দেবো না। আপনারা প্রেসক্লাব অথবা জাতীয় যাদুঘরের সামনে গিয়ে আন্দোলন করেন। কিন্তু শাহবাগ মোড়ে দাঁড়িয়ে হাজার হাজার মানুষকে কষ্ট দেবেন, এটা কোনো আন্দোলন হতে পারে না। এখানকার বড় দু’টি হাসপাতালে(বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল ও বারডেম) হাজার হাজার রোগী চিকিৎসা নিতে আসেন। তাদের আপনারা দুর্ভোগে ফেলতে পারেন না’।
 
৩৪তম বিসিএসে উত্তীর্ণ ক্যাডারবঞ্চিত প্রার্থী শ্যামল চন্দ্র সাহা এ সময় বলেন, ‘ভাই(পুলিশ) পড়ালেখা শেষ করেছি। তিন বছর বাড়িতে যাইতে পারি না। বেকারত্ব নিয়ে বাড়ি যাইতে ইচ্ছা করে না’।
 
‘৩৪তম বিসিএসের ৬৭২টি শূন্যপদ ৩৫তম বিসিএস থেকে পূরণ না করে ৩৪তম থেকে পূরণ ও নন-ক্যাডারে উত্তীর্ণ সব প্রার্থীর চাকরির নিশ্চয়তার দাবিতেই রাজপথে এসেছি। সরকার কেন আমাদের দাবি পূরণ করবে না? আমরা কি দেশের নাগরিক না?
 
৩৪তম বিসিএসে উত্তীর্ণ ক্যাডারবঞ্চিত প্রার্থীর ব্যানারে প্রায় ২০ মিনিট শাগবাগে অবস্থান নেন তারা।
 
বিক্ষোভকারীরা বলেন, ‘তিন বছর অপেক্ষা করেই ৩৪তম বিসিএস পরীক্ষায় বর্তমান অবস্থানে আছি। এরপরও পুলিশের পক্ষ থেকে বলা হয়, আরও তিন বছর অপেক্ষা করেন’।
 
এক পর্যায়ে ৩৪তম বিসিএসে উত্তীর্ণ ক্যাডারবঞ্চিত প্রার্থীর প্রধান সমন্বয়ক নূর ইসলাম নূর বলেন, ‘আমরা আর অপেক্ষা করতো পারবো না। বয়স শেষ হয়ে গেছে। দাবি আদায় না করে শাহবাগ ছাড়বো না’।
 
এরপরই নূরসহ তিনজনকে সাময়িকভাবে আটক করে পুলিশ। পরে একে একে সকল বিক্ষোভকারী শাহবাগ ছেড়ে চলে যান। আস্তে আস্তে ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়ে যায়।

** শাহবাগে যান চলাচল স্বাভাবিক
** ক্যাডারবঞ্চিত প্রার্থীদের শাহবাগ মোড়ে অবস্থান, যান চলাচল বন্ধ

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৬
এমআইএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।