ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে শিশুর রহস্যজনক মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৬
বরিশালে শিশুর রহস্যজনক মৃত্যু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশাল: বরিশাল সরকারি শিশু পরিবারে (বালক) মো. মশিউর রহমান ইউসুফ (১২) নামে এক শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে।

শনিবার (০৬ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে বালকের আবাসিক ভবনের দ্বিতীয়তলায় নিজ কক্ষ থেকে তার ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয়।



দ্রুত তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরে খবর পেয়ে সন্ধ্যা ৭টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

মৃত ইউসুফকে ২০১২ সালের ১৪ মে আগৈলঝাড়ার ছোটমনি নিবাস থেকে বরিশালের সমাজসেবা অধিদপ্তরের সরকারি শিশু পরিবারে (বালক) আনা হয়।

সরকারি শিশু পরিবার বালকের উপ তত্ত্বাবধায়ক মো. হেমায়েত উদ্দিন বাংলানিউজকে জানান, বিকেল সোয়া ৪টার দিকে এক শিশু জানায় ইউসুফ গলায় ফাঁস দিয়েছে। দ্রুত তারা গিয়ে তাকে নামিয়ে হাসপাতালে নেওয়া হয়।

এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি করা হবে বলে জানান তিনি।

কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) সাইদুল জানান, তারা হাসপাতাল থেকে খবর পেয়ে সন্ধ্যায় পরে ঘটনাস্থলে আসেন।

এদিকে, সন্ধ্যার পরে খবর পেয়ে স্থানীয় সাংবাদিকরা হাসপাতাল মর্গে গেলে সেখানে বাধা দেয় শিশু পরিবার বালকের বাসিন্দারা ও পরে শিশু পরিবারে গেলে সেখানে প্রবেশে বাধা দেয় কর্মকর্তারা।

এ বিষয়ে উপ তত্ত্বাবধায়ক মো. হেমায়েত উদ্দিন জানান, আলামত নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কায় এমনটা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।