ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

নেত্রকোনা প্রেসক্লাবে গ্রন্থাগার চালু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৬
নেত্রকোনা প্রেসক্লাবে গ্রন্থাগার চালু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নেত্রকোনা: নেত্রকোনা জেলা প্রেসক্লাবে চৌধুরী কে খান নামে একটি গ্রন্থাগার চালু করা হয়েছে।

শনিবার (০৬ ফেব্রুয়ারি) রাত ৮টায় প্রেসক্লাব মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে গ্রন্থাগারের উদ্বোধন করেন প্রেসক্লাবের ভূমিদাতা চৌধুরী কে খানের নাতি পূবালী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শফিউল আলম খান চৌধুরী।



জেলা প্রশাসক ড. তরুণ কান্তি শিকদারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, চৌধুরী কে খানের নাতনী লন্ডনপ্রবাসী রোজী আহমেদ চৌধুরী, পূবালী ব্যাংক ময়মনসিংহ অঞ্চলের উপ মহাব্যবস্থাপক জগৎ চন্দ্র সাহা, নেত্রকোনা শাখা ব্যবস্থাপক মো. রুক্কুল আমিন, প্রেসক্লাবের সাবেক সম্পাদক আল আজাদ, সহ সভাপতি মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, সাংবাদিক শ্যামলেন্দু পাল, আলপনা বেগম, এ কে এম আব্দুল্লাহ্, দিলওয়ার খান, সঞ্জয় সরকার প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মুখলেছুর রহমান খান।

বাংলাদেশ সময়: ২১১১ ঘণ্টা, ফেব্রুয়া‍রি ০৬, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।