ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

পথশিশুদের নিরাপদ ভবিষ্যৎ নির্মাণে এগিয়ে আসার আহ্বান

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৬
পথশিশুদের নিরাপদ ভবিষ্যৎ নির্মাণে এগিয়ে আসার আহ্বান ড. আতিয়ার রহমান / ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: পথশিশুদের সমাজের মূল ধারার সঙ্গে সম্পৃক্ত করে তাদের নিরাপদ ভবিষ্যৎ নির্মাণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিয়ার রহমান।

শনিবার (০৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত ‘একমাত্রা -ডাচ বাংলা ব্যাংক একাডেমি’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।



আতিয়ার রহমান বলেন, সমাজের এক অংশকে বাদ দিয়ে আরেক অংশের উন্নয়ন সম্ভব নয়। উন্নয়নের ধারায় সবাইকে সম্পৃক্ত করতে হবে। পথশিশুদের সংখ্যা কমিয়ে আনার লক্ষ্যে নিতে হবে বাস্তবসম্মত উদ্যোগ।
 
এজন্য বেসরকারি ব্যাংকগুলোকে সামাজিক দায়বদ্ধতা তহবিলের আওতায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক আবদুস সালাম।
 
অনুষ্ঠানে জানানো হয়, আবাসনহীন ও ঝুঁকিপূর্ণ পেশায় নিয়োজিত শিশুদের প‍ূর্ণাঙ্গ বিকাশ নিশ্চিত করতে ময়মনসিংহের হালুয়া ঘাটে নির্মিত হয়েছে একমাত্রা ডাচ বাংলা ব্যাংক একাডেমি। প্রাথমিকভাবে সেখানে ১শ ২৮ জন শিশু শিক্ষা, খাদ্য, বিনোদন থেকে শুরু করে পূর্ণাঙ্গ পারিবারিক পরিবেশ পাবে।

অনুষ্ঠানে একাডেমির বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন একমাত্রার উদ্যোক্তা শুভাশীষ রায়, আজরীন কামাল, হিরোকী ওয়াতানাবে প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৬
আরএইচএস/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।