ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

পল্টনে দুই বাসের চাপায় পড়ে বৃদ্ধের মৃত্যু

সিনিয়র করেপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৬
পল্টনে দুই বাসের চাপায় পড়ে বৃদ্ধের মৃত্যু ছবি: ফাইল ফটো

ঢাকা: রাজধানীর পল্টন এলাকায় দুই বাসের মাঝে চাপায় পড়ে আবুল হোসেন মাতুব্বর (৭০) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (০৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।



নিহত আবুল হোসেনের গ্রামের বাড়ি মাদারীপুরে। শারীরিক চিকিৎসার জন্য ঢাকায় মেয়ের বাসায় এসেছিলেন তিনি।

নিহত ব্যক্তির নাতি মাহফুজ মাতুব্বর জানান, তার নানা আবুল হোসেন প্রায় ১৫দিন আগে চিকিৎসার জন্য মাদারীপুর থেকে ঢাকায় আসেন। পরে শনিবার বিকেলে তাদের পূর্ব রামপুরার বাসা থেকে বিকেলে পল্টনে একটি ক্লিনিকে যাচ্ছিলেন তিনি।

কিন্তু সেখানে রাস্তা পারাপারের সময় দুইটি বাসের চাপায় পড়ে গুরুতর আহত হন আবুল হোসেন। পরে এক পথচারী তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান।

পরে সন্ধ্যায় হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা আবুল হোসেনকে মৃত ঘোষণা করেন বলে জানান তার নাতি মাহফুজ।

ঢামেক পুলিশ ফাড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাশ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, নিহতের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের  মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৬
এজেডএস/ওএইচ/ এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।